বুধবার, ২৫ মে, ২০১৬

পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর ৫টি মসজিদ-5 most beautiful mosques in the world

পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর ৫টি মসজিদ-
5 most beautiful mosques in the world



মসজিদ মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা। শব্দটির উৎপত্তি আরবি "মসজিদ" থেকে, যার আভিধানিক অর্থ শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করা। সাধারণভাবে, যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ (আরবি: صلاة‎ সালাত) আদায় করেন, তাকে মসজিদ বলে। আবার যেসব বড় আকারের মসজিদগুলো নিয়মিত নামাজের সাথে সাথে শুক্রবারের জুম'আর নামাজ আদায় হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলী (যেমন: কোরআন শিক্ষা দেওয়া) সম্পাদিত হয়, সেগুলো জামে মসজিদ (مسجد جامع) নামে অভিহিত। ইমাম নামাজের ইমামতি করেন বা নেতৃত্ব দেন
সৃষ্টিকর্তার এই পৃথিবীতে মসজিদের সংখ্যা অগণিত, তবে এই অগণিত মসজিদ থেকে আজকে আমরা জানবো পৃথিবীর ৫টি সুন্দর মসজিদের কথা




) আল মসজিদুল হারাম (Al-Masjid Al-Haram, Holy Makkah of Saudi Arabia)
আল মসজিদুল হারাম। বিশ্বের সর্ববৃহৎ প্রধান মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। ৬৩৮ সালে স্হাপিত মসজিদটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্হিত। মসজিদটি পবিত্র ক্কাবা ঘরের চতুর্বেষ্টিত। ৩৫৬৮০০ স্কয়ার মিটার আয়তন (৮৮. একর) বিশিষ্ট মসজিদটির লোক ধারন ক্ষমতা প্রায় বিশ লাখ। এখানে সর্বমোট ৯টি মিনার রয়েছে
ইতিহাসে জানা যায়, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম (.) ক্কাবা ঘর তৎসংলগ্ন এই মসজিদ নির্মাণ করেন। ক্কাবা ঘরের দিকে নির্দেশনা করেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নামাজ আদায় করা হয়



) মসজিদে নববী (Masjid Nababi of Saudi Arabia)
আমাদের প্রিয় নবীজির মসজিদ এটি। মুসলিম জাহানের দ্বিতীয় পবিত্র জায়গা এটি। এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মার্বেল পাথর দিয়ে ডেকরেট করা। পৃথিবীর অন্যতম সুন্দর এবং শান্তিময় শহর মদিনা যা 'মদিনা আল মনোয়ারা' নামে সুপরিচিত। ৬২২ সালে মক্কা থেকে মদিনায় হিজরতের পর নিজ বাসস্থানের পাশেই মহানবী (সা.) তার পবিত্র হাতে এই মসজিদ গড়ার কাজে অংশ নেন। খেজুর গাছের কাণ্ড আর মাটির দেয়াল ঘেরা মসজিদের তিনটি দরজা ছিল। যা যথাক্রমে রহমতের দরজা, জিবরাইল (.)-এর দরজা এবং মহিলাদের দরজা নামে পরিচিত ছিল
গবেষণায় জানা যায়, পরবর্তীকালে পৃথিবীতে যত মসজিদ গড়ে উঠেছে, তা মূলত 'মসজিদ আল নববীকে অনুসরণ করেছে। মসজিদ আল নববীর বর্তমান অবয়বের পেছনে রয়েছে বহু ঘটনা, দুর্ঘটনা, যুদ্ধ, অবরোধ, ত্যাগ, তিতিক্ষা প্রভৃতি। প্রতিষ্ঠাকালীন আয়তন থেকে মসজিদের বর্তমান আয়তন প্রায় ১০০ গুণ বেশি। যেখানে একসঙ্গে প্রায় লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারে


) হাসানাল বলখিয়া মসজিদ (James Asr Hassanal Bolkiah Mosque of Brunei)
এই মসজিদটি সুলতান হাসানাল বলখিয়া মু'জাদিন ওয়াদ্দুলাহ এর নামে নামকরণ করা হয়েছে। এর নির্মাণ কাজ ১৯৮৮ সালে শুরু হয় এবং বছর পর ১৯৯৪ সালের ১৪ই জুলাই সুলতানের জন্মদিনের আগের রাতে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এটি ব্রুনাই অবস্থিত। এটি সুলতানের সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্রুনাইবাসিদের প্রতি সুলতানের উপহার ছিল। এখানে একসাথে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে


) শেখ যায়েদ মসজিদ (Sheikh Zayed Mosque of Abu Dhabi, U.A.E)
এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত। এখানে একসাথে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এর চার কোনায় চারটি মিনার আছে। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন সুলতান আল নাইয়ান এই মসজিদ নির্মাণে উদ্দোগ নেন। এই মসজিদে ৮২ টা ডোম, ১০০০ অধিক কলাম, ২৪ ক্যারেট সোনা দিয়ে বানানো ঝাড়বাতি পৃথিবীর সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট দিয়ে সাজানো। মুল হলে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতিটি আছে যা ১০ মিটার ছড়ানো, ১০ মিটার উচ্চতার ১২ টন ওজনের। মসজিদটির চারপাশে পানির পুল দিয়ে ঘেরা যা মসজিদটির সৌন্দর্যকে বাড়িয়ে দেয়


) গ্রান্ড মসজিদ (Grand Mosque of Djenné of Djenné, Mali)
মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক অব ডিজেনি। পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ এটি। পশ্চিম আফ্রিকার দেশ মালির ডিজেনি শহরে এর অবস্থান। নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকলেও ১২০০ শতাব্দী থেকে ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এটি নির্মিত হয়েছে বলে বেশির ভাগের মত। তবে বর্তমানে যে কাঠামোটি দেখা যায় এটি নির্মাণ করা হয়েছে ১৯০৭ সালে। আর ইউনেস্কো মসজিদসহ এর চার পাশের ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে ১৯৮৮ সালে

শান্তি সাংঘ (Peace org) কমিটি - Committee

বিসমিল্লাহির-রামানির রাহিম
শান্তি সাংঘ (Peace org)
  সত্ কাজের আদেশ,            অসত্ কাজের নিষেধ,     
সভাপতিঃ-                মুহাঃ জাহিদ হাসান         Cell: 01911455579
সেক্রেটারীঃ-           মুহাঃ আফজাল হোসেন    Cell: 01911286770
ক্যাশিয়ারঃ-             মুহাঃ সাইফুল ইসলাম      Cell: 01934259095
প্রচার-সম্পাদকঃ-  মুহাঃ খাইরুল ইসলাম       Cell: 01952139417
সং-সম্পাদকঃ-        মুহাঃ মকলেছুর রহমান     Cell: 01941982316

*************************08-04-2016************************


গ্রুপ কমিটি-পশ্চিম পাড়া
সভাপতিঃ-              মুহাঃ শাহিন আলম            Cell: 01910400443
সেক্রেটারীঃ-          মুহাঃ নুর-ইসলাম              Cell:
ক্যাশিয়ারঃ-           মুহাঃ আমিরুল ইসলাম       Cell:
প্রচার-সম্পাদকঃ- মুহাঃ  জাহাঙ্গির হোসেন   Cell:
সং-সম্পাদকঃ-        মুহাঃ লাভলু                      Cell:

গ্রুপ কমিটি-মোড়ল পাড়া
সভাপতিঃ-             মুহাঃ আসাদুল ইসলাম     Cell: 01910400443
সেক্রেটারীঃ-         মুহাঃ শাহিন আলাম         Cell: 01937773353
ক্যাশিয়ারঃ-           মুহাঃ শাহিনুর রাহমান     Cell:
প্রচার-সম্পাদকঃ- মুহাঃ  এনামুল হোসেন    Cell:
সংগ-সম্পাদকঃ-  মুহাঃ মনিরুল ইসলাম        Cell: 01926450224

গ্রুপ কমিটি-মাঝের পাড়া
সভাপতিঃ-              মুহাঃ আব্দুল্লাহ             Cell: 01913250937
সেক্রেটারীঃ-          মুহাঃ মিয়ারাজ হোসেন     Cell: 01967546930
ক্যাশিয়ারঃ-            মুহাঃ আবু-সাইদ             Cell: 01960359634
প্রচার-সম্পাদকঃ- মুহাঃ  আব্দুল খালেক      Cell: 01924514105
সংগ-সম্পাদকঃ-     মুহাঃ মশিউর রহমান        Cell: 01930793157

গ্রুপ কমিটি-সরদার পাড়া
সভাপতিঃ-              মুহাঃ রাসেল                     Cell: 01985301549
সেক্রেটারীঃ-          মুহাঃ আব্দুর রহমান       Cell: 01911628798
ক্যাশিয়ারঃ-           মুহাঃ শামিম হোসেন         Cell: 01937872701
প্রচার-সম্পাদকঃ- মুহাঃ  রাজু                       Cell:
সংগ-সম্পাদকঃ-     মুহাঃ শাহাদাত                 Cell:

গ্রুপ কমিটি-পূর্ব পাড়া
সভাপতিঃ-            মুহাঃ মুজিবর রহমান       Cell: 01954148567
সেক্রেটারীঃ-       মুহাঃ নুরজ্জামান            Cell: 01992294819
ক্যাশিয়ারঃ-        মুহাঃ রানা                       Cell: 01943503934

গ্রুপ কমিটি-রাস্তার পার্স পাড়া
সভাপতিঃ-               মুহাঃ বাবু                        Cell: 01926131358
সেক্রেটারীঃ-           মুহাঃ রবিউল ইসলাম      Cell: 01921452517
ক্যাশিয়ারঃ-            মুহাঃ শারিফুল ইসলাম     Cell: 01962714787
প্রচার-সম্পাদকঃ- মুহাঃ  নজরুল ইসলাম       Cell:
সংগ-সম্পাদকঃ-     মুহাঃ আরিজুল ইসলাম     Cell: